টিপস :
বর্তমান সময়ে মোবাইল একটি খুবই প্রয়োজনীয় জিনিস। এটি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তাই মোবাইলে যাতে ভালোভাবে চার্জ দেয়া যায় তা জেনে নিন।মোবাইল সেটের সঙ্গে যে চার্জার থাকে, চার্জ দেওয়ার জন্য সেটাই ব্যবহার করা উচিত।সেটের চার্জার না থাকলে, অন্য যে চার্জার ব্যবহার করবেন, তা যেন কম দামি বা অখ্যাত কোনো কোম্পানির না হয়।চার্জ দেওয়ার সময় মোবাইলের ঢাকনা খুলে রাখলে ভালো হয়।মোবাইল রাতে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়বেন না যেন। ওভার-চার্জিং ব্যাটারির পক্ষে ঠিক নয়।ব্যাটারি সম্পর্কিত অ্যাপ ব্যবহার না করাই ভালো।স্মার্টফোনের ব্যাটারি সব সময়েই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত।একটু পর পর মোবাইলে চার্জ না দেওয়াই ভালো। এতে ব্যাটারির ক্ষতি হয়।পাওয়ার ব্যাংক ব্যবহার করলে, তা ভালো করে পরখ করে নিন শর্ট সারর্কিট, ভোল্টেজ কন্ট্রোল, ওভার চার্জিং থেকে মোবাইল সুরক্ষিত রাখবে কি-না।পাওয়ার ব্যাংকে সঙ্গে মোবাইল যুক্ত থাকলে, সে সময় মোবাইল ব্যবহার না করাই উচিত।