এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ জেলার কর্মকর্তাগনের সাথে কোভিড-১৯ সংক্রান্ত সরকারী কায্যক্রম সুমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। ৩ই আগষ্ট থেকে মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হবে।
আজ সোমবার (২আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বক্তব্য আরোও বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো: রমজান আলী,সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ,মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, করোনা হাসপাতালের ইনচার্জ ডা: মানবেন্দ্র সরকার, করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় কবির বিন আনোয়ার বলেন,মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে আগে ১০০ শয্যা করোনা ইউনিট থেকে বাড়িয়ে ২৫০ শয্যায় করা হয়েছে।করোনা সংক্রামণ রোগীরা চিকিৎসা নিতে এসে ঘুরে না যায় তার ব্যবস্থা করতে হবে।এই করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে যেসমস্ত চিকিৎসকগণসহ যারা মানুষকে নিরাপদ রাখতে ও সুস্থ করতে কাজ করছে তাদের প্রতি মানবিক সহনশীল আচরণ করতে হবে।নদী ভাংঙ্গন রোধ,নদী খনন বিষয়েও আলোচনা করেন। করোনা সংক্রামণ রোধ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়তে হবে।এই দুর্যোগে মূহুত্বে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এসময় জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সকলকে স্বাস্থ্যবিধি-নিষধ নেমে মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার পড়ামর্শ দেন। আগামী ৭ তারিখে দেশব্যাপী মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে নিতে হবে।
এসময় জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রধান অতিথি ও জেলা প্রশাসকের হাতে দুই লাখ টাকার চেক করোনা রোগীদের চিকিৎসার জন্য অনুদান হস্তান্তর করেন।