বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র আশুরা উপলক্ষ্যে মানিকগঞ্জে আশুরার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, মিলাদ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা এস এম আকরাম হোসাইন, গড়পাড়া ইমামবাড়ির খাদেম শাহজাদা শাহ রহমান বাঁধন, বানিয়াজুরি উয়ায়েছিয়া পাক দরবার শরীফের খাদেম ফকির সাব্বির আলম জুয়েল উয়ায়েছি কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সানোয়ার হোসেন।
বক্তারা বলেন, আশুরা ও কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে পথ চলতে হবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।