আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের কথা রয়েছে এই মাসের শেষে। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর তাদের সফর নিয়ে জাগে শঙ্কা। আপাতত সব শঙ্কার অবসান ঘটিয়ে যথাসময়েই বাংলাদেশে আসছে যুব দল।
সোমবার (২৩ আগস্ট) রাইজিংবিডিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আফগানিস্তান যুব দলের বাংলাদেশে আসা নিশ্চিত। আর সেটি পূর্ব নির্ধারিত সময়েই। ৩১ আগস্ট বাংলাদেশে পৌঁছে সিলেটে বাংলাদেশ যুব দলের বিপক্ষে খেলবে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ।’
উল্লেখ্য, ৩১ আগস্ট বাংলাদেশে এসে সিলেটে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। সরাসরি ফ্লাইট না থাকায় সড়ক পথে পাকিস্তান-দুবাই হয়ে বাংলাদেশে আসতে পারে আফগান যুবারা। একইভাবে আফগান জাতীয় দলও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে।