শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরজাহান বেগম(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬আগষ্ট) রাত ১০টার দিকে মানিকগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।
মৃত্যুকালে এই ইউপি সদস্যের বয়স হয়েছিলো প্রায় ৭০বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। এদিকে আজ সকাল ১১টায় কুশিয়ারচর গ্রামে তার স্বামী মরহুম হযরত আলীর বাড়িতে জানাযা শেষে স্বামীর কবরের পাশে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্যঃ গত সাড়ে তিন বছর আগে, স্বামী হযরত আলী। ঐ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য থাকাকালীন সময়ে মারা গেলে নুরজাহান বেগমকে সিলেকশনের মাধ্যমে ইউপি সদস্য বানানো হয়েছিল।