এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ ডেভলপারস এসোসিয়েশনের কার্যকরী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও বিশেষ অিতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। মানিকগঞ্জ ডেভলপারস এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হকের সভাপতিত্বে সাধারন সম্পাদক , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
রবিবার রাতে শহরের খান মজলিশ টাওয়ারে ডেভলপারস এসোসিয়েশনের অফিস কার্যালয়ে এ সভা হয়। এসময় আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও উন্নয়ন) সানোয়ারুল হক, ডেভলপারস এসোসিয়েশনের সহ সভাপতি বশির রেজা, যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, আব্দুস সালাম, সহ সম্পাদক কামরুদ্দিন আহম্মেদ রেজা, প্রচার সম্পাদক তছলিম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কাজী বিপু রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী, ডেভলপারস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন সাহা, ধীরেন্দ নাথ দাস, রফিকুল ইসলাম খান, সহ সাধারন সম্পাদক সৈয়দ সোহেল ইমাম, সাংগঠনিক সম্পাদক কামরুদ্দিন আহম্মেদ জাকির, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ছারোয়ার, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ কোষাধ্যক্ষ শামসুদ্দিন আহম্মেদ, সহ প্রচার সম্পাদক আবু তৈয়ব মো: জাফর, দপ্তর সম্পাদক কাজী জিয়াউদ্দিন, সহ সম্পাদক সম্পাদক আওলাদ হোসেন, পরিচালক শরিফুল ইসলাম, এম এ রউফ, মো: বজলুল হক, ফারহানা রহমান, মো: হানিফ আলী, মো: জনি মিয়া, মো: ইসহাক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আগামী ৫০ বছর পরে কি হবে সেটা মাথায় রেখে বিল্ডিং বানাতে হবে। যাতে পরবর্তিতে মানুষের কোন সমস্যায় পড়তে না হয়। তিনি আরো বলেন, শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না। মানুষের যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশ পায় তার ব্যবস্থা করতে হবে। বিল্ডিংয়ের প্লান পাসের বিষয়ে বলেন সব কাগজপত্র সঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়া হবে।
বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বিল্ডিং তৈরি করার সময় মানুষের খেলাধূলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখতে হবে। কারন সুন্দর পরিবেশ ও বিনোদন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। মানিকগঞ্জের আইন শৃঙখলা ভালো রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।