মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপন আনসারীর মা শিরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
সোমবার বিকেলে ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বানিয়াজুরী গ্রামের মরহুম আব্দুর রউফ আনসারীর স্ত্রী। সন্ধ্যা ৭ টায় জানাজা শেষে তার মরদেহ জোকা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক রিপন আনসারীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, মানিকগঞ্জ ১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব,
সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বা, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চতু , বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, বানিয়াজুরী বণিক সমিতির সভাপতি এস আর আনসারী বিল্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।