স্টাফ রিপোর্টারঃ
সবুজ শ্যামলে ভরে থাকুক আমাদের মাতৃভূমি এই শ্লোগানে এসএসসি ৯৯ মানিকগঞ্জ গ্রুপের পক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির পালিত হয়েছে। এসময় পথচারীদের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, আনিসুর রহমান ফরহাদ, মোঃ আকরাম হোসেন, আব্দুল মমিন,আল-আমিন, তাইজুল ইসলাম তারেক, ওমর আলী, ঝিনুক আহমদ, সোহেলী, সাহজাহান তুহিনসহ জেলার ৭ উপজেলার ৯৯ ব্যাচের সদস্যরা।
আয়োজকরা জানান, আমাদের ধরনীকে বসবাস উপযোগী রাখতে গাছ রোপনের বিকল্প নেই। তাই বেশি করে গাছ লাগান, প্রাণভরে অক্সিজেন গ্রহন করুন। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দুইশত চারা বিতরণ করা হয়েছে। শতক মাক্স বিতরণ করা হয়েছে। কিছুদিন আগে ঘিওর ও বৃক্ষ রোপন করা হয়।