নেই লিওনেল মেসি, চলে গেছেন প্যারিস সেন্ট জার্মেইতে। তাকে হারিয়ে বার্সেলোনার খেলাতেও নেই উত্তেজনা। একের পর এক ব্যর্থতায় নাকাল কাতালান জায়ান্টরা। এরই মধ্যে ভক্ত-সমর্থকদের জন্য বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত হয়ে গেল। মেসিহীন অধ্যায়ে প্রথমবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে আগামী ২৪ অক্টোবর।
লা লিগার দশম রাউন্ডে দেখা হবে বার্সা-রিয়ালের। ওই দিন বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় ন্যু ক্যাম্পে রিয়ালকে স্বাগত জানাবে কাতালানরা। মাদ্রিদ ক্লাবটির কাছে গত ছয় ম্যাচে মাত্র একবার জিতেছে তারা। ২০১৫ সালের পর চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ঘরের মাঠে বার্সার সবশেষ জয় ২০১৮ সালের অক্টোবরে। ৫-১ গোলে ওই ম্যাচ হারের পর রিয়াল কোচ হুলেন লোপেতেগির বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল।
এল ক্লাসিকো খেলতে মাঠে নামার আগের সপ্তাহে বার্সা-রিয়াল খেলবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। রিয়াল শাখতার দোনেৎস্কের বিপক্ষে লড়াই করতে ইউক্রেনে যাবে, আর বার্সা স্বাগত জানাবে ডায়নামো কিয়েভকে। ক্লাসিকোর আগে মাদ্রিদ ক্লাবের তুলনায় একদিন কম বিশ্রাম পাবে তারা।
লা লিগার পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে বার্সা পিছিয়ে বিরাট ব্যবধানে। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কার্লো আনচেলত্তির রিয়াল, আর এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পেছনে বার্সা (৯)।