‘মানিকে মাগে হিঠে’— সিংহলী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। নেট দুনিয়ায় ভাইরাল গানটির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন ইয়োহানি দে সিলভা। এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ‘থ্যাঙ্ক গড’ সিনেমার জন্য গানটি গাইবেন এই শিল্পী। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
‘থ্যাঙ্ক গড’ সিনেমা প্রযোজনা করছেন ভূষণ কুমার ও ইন্দ্র কুমার। ইয়োহানির গান গাওয়ার তথ্যটি নিশ্চিত করে ইন্দ্র কুমার বলেন—‘ইয়োহানির এই গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আমি ভূষণজির প্রতি কৃতজ্ঞ কারণ এই গানের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। গানটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। খুব শিগগির এ গানের রেকর্ডিং শুরু করব।’
‘মানিকে মাগে হিঠে’ গানটি হিন্দি ভাষায় রচনা করেছেন রশ্মি বিরাগ। এটি কম্পোজ করছেন তানিষ্ক বাগচি। বলিউডের সিনেমায় গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইয়োহানি। এই গায়িকা বলেন—‘ভারতের নাগরিকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। ভূষণ কুমার ও ইন্দ্র কুমারের কাছে চিরকৃতজ্ঞ।’
হিন্দি ভাষার ‘থ্যাঙ্ক গড’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন—রাকুল প্রীত সিং, অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্র। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করবেন নোরা ফাতেহি।
/মহিদ