এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে এস.এস.সি ৮৬ ব্যাচের “মিলন মেলা” ২০২১অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শিবালয় উপজেলার ফলসেটিয়া অক্সিজেন রির্সোটে অনুষ্ঠোনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একে একে ফুল দিয়ে সকলকে বরণ করা হয়।
দুপুরের খাবারের পর শৈবরের স্মৃতিচার ও গ্রুপ ছবি তোলা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দীন মোল্লা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমান, এস এস সি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ফাউন্ডার এডমিন আশরাফুল হক সোহেল,
মানিকগঞ্জ বন্ধু মিলন মেলা উদযাপন কমিটির সভাপতি এ,কে এম আব্বাস আকন মিল্টন, সাধারন সম্পাদক শারমিন সুলতানা, এস,এস,সি ৮৬ ব্যাচের সদস্য আবু বকর সিদ্দিকী (বজলু), মোস্তাক হোসেন দিপু, মো: আজিজুল হক খান তপু, ইমরুল আলম চৌধুরী সবুজ, নূর অতএব আহম্মদ, রুখসানা খানম মিতু, মো: রকিবুল হাসান সুমন, মো: শামীম আল মামুন, তপন দাস, মো: মনিরুজ্জমান মনির, মো: হামিদুর রশীদ কাজল,
মো: আরশে আলী, মো: আরশেদ আলী, মো: রেজাউন নবী, ইসমত আরা বেগম, মো: আলতাফ হোসেন, উষা মন্ডল, কাজী শরীফ উদ্দিন মিজান, মো: জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রশিদ, কাজী জাকিয়া সুলতানা, শামসুন্নাহার নাছরিন, মো: জাহিদুল ইসলাম খোকন, মো: আতিকুজ্জামান চাতক, মো: মহিনুর রহমান, মো: ইউসুফ সরকার, সামসু নাহার খানম, মো: জুলহাস উদ্দিন, মো: শওকত জাহাঙ্গীর রানা, সানজিদা রহমান সিদ্দিকী, এ্যাড: মো: জহিরুল ইসলাম, এস এম সিরাজুল হক বিল্লাল অন্যান্যরা। সারাদিন আনন্দ উৎসবের দিনটি কাটে সকলের। পরে সন্ধ্যার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বন্ধুরা বলেন, কে কোন পেশায় আছে বড় কথা না আমরা সকলে বন্ধু । একে অপরের বিপদে আপদে ঐক্যবন্ধভাবে পাশে থাকার আহবান জানান। যেসকল বন্ধুরা বেকার বা অসচ্ছল আছে সকলে মিলে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই বন্ধুত্বের মর্যাদা অটুট থাকবে।