রোববার (৭ নভেম্বর) হতে যাওয়া নিউ জিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচেই স্পষ্ট হয়ে যাবে ভারতের সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা। তবে নিউ জিল্যান্ড যদি হেরে যায় তাহলে শেষ ম্যাচে নামিবিয়াকে হারালে ভারত তাদের সমান ৬ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে নেট রান রেট হিসাব করা হবে। তা কত রানে নিউ জিল্যান্ড হারলে তারপর কোন ব্যবধানে জিতলে ভারত সেমিফাইনালে যাবে?
গ্রুপে ভারতের নেট রান রেট সবচেয়ে ভালো, ১.৬১৯। নিউ জিল্যান্ড (১.২৭৭) ও আফগানিস্তান (১.৪৮১) এই হিসাবে পিছিয়ে। আফগানিস্তান যদি নিউ জিল্যান্ডকে হারায়, তবে শেষ ম্যাচে ভারত জিতলে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও তাদের সমান ৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে নেট রান রেটে নির্ধারিত হবে কারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে।
আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ৫০ রানের কম ব্যবধানে হারায় তবে ভারত ৩৭ রানে ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। অথবা ভারত যদি পরে ব্যাট করে ১৫.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তবে তারাই নিশ্চিত করবে সেমিফাইনাল।
আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ২৫ রানের কম ব্যবধানে হারায়, তবে শেষ চারে উঠতে ভারতকে নমিবিয়ার বিপক্ষে ১৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করলে ভারতকে ১৮ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে।
উল্লেখযোগ্য ব্যাপার হলো, নিউজিল্যান্ড হারলে নেট রান রেটে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের লড়াই হবে আফগানিস্তানের সঙ্গে। কেন না আফগানিস্তানের নেট রান রেট নিউজিল্যান্ডের চেয়ে ভালো।