উড়ছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর তাদের সামনে এবার যুক্তরাষ্ট্র। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে আমেরিকানরা।
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামছেন নিগার সুলতানারা। হারারের সানরাইজ স্পোর্টস ক্লাবে তারা পাকিস্তানকে হারিয়ে এই প্রতিযোগিতা শুরু করেছিল।
এর আগে ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩০ রানে হারায় বাংলাদেশ। এই বাছাইয়ের প্রস্তুতি হিসেবে তার আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেন সালমা-জাহানারা। ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকদের।
দুই গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সুপার সিক্সে। সেখানকার সেরা তিনক দল চলে যাবে ২০২২ বিশ্বকাপের মূল পর্বে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দেখা হয়েছিল একবারই। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ের পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের সেমিফাইনালে ১৮৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সাভারে প্রতিপক্ষকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে ১৯.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।