স্টাফ রিপোর্টার: পরিবহন ধর্মঘটের কারণে মানিকগঞ্জে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। মানিকগঞ্জ থেকে শুভযাত্রা, যাত্রীসেবা, পদ্মা লাইন, ভিলেজ লাইনসহ আন্তজেলার সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করেও কোন যানবাহন না পাওয়ায় অনেকে গন্তব্যে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আবার কেউ কেউ বাড়তি ভাড়া দিয়ে তিন চাকার যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে তারা গন্তব্যে দিকে যাচ্ছে । এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহন স্বল্পতা রয়েছে।