এস এম আকরাম হোসেন :
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মানিকগঞ্জে জেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
আজ ১৩ ডিসেম্বর রবিবার সকালে সদর উপজেলার মুন্নু সিটিতে কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি ও ঢাকা বিভাগের টিম লিডার নুর জাহান মাহাবুব এর সভাপতিত্বে কর্মী সভা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ন সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রোখসান খানম মিতু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক অর্পনা দাস,সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, প্রকাশনা সম্পাদক মর্জিয়া আফসার, গ্রাম সরকার সম্পাদক রহিমা সিকদার, মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ত্রাণ সম্পাদক আনোয়ারা বেগম, স্বাস্থ্য সম্পাদক দেলোয়ারা পান্না, জেলা মহিলা দলের নেত্রী সাবিহা হাবিব, আলেয়া রহমান, সানজিদা রহমান, মৌসুমী যুবাইদা সিমকী সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাবিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কাইসার, জেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা নেত্রী মাসুমা খানম।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, সরকার মহিলা দলের যে কোন সভায় বাধা দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে বলবো মহিলারাই বেশি ভালোবাসে, তারা ধানের শীষকে বেশি ভালো বাসে, ধানের শীষে তারা বেশি ভোট দেয়। তাই সরকার মহিলাদের বেশি ভয় পায়। আমাদের মানিকগঞ্জে প্রায় ২০ বছর মতো হবে মহিলা দলের কমিটি নাই। কয়েকদিনের মধ্যেই মহিলা দলের কমিটি দিবে কেন্দ্রীয় কমিটি। যে কমিটি দিবে তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা কমিটির বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কেন্দ্রীয় কমিটি। আমরা পদ চাই না। আমরা চাই দেশনত্রেী বেগম খালেদা জিয়ার মুক্তি। গণতন্ত্র হঠাতে চাই। আগামী যে কোন আন্দোলনে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই।