স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, যে ষড়যন্ত্র দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে, এই হল এবারের বুদ্বিজীবী দিবসের প্রত্যয় এবারের শপথ।
মঙ্গলবার (১৪ ডিসম্বের) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, যখন মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের দ্বারপ্রান্তে, সেই মুহূর্তে বাঙালির মেধা এবং জাতির বিবেক হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য সেদিন হত্যা করেছিল মহান বুদ্ধিজীবীদের। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী যেমনিভাবে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে বাঙালির কাছে ঠিক তেমনিভাবে ব্যর্থ হয়েছিল সকল ষড়যন্ত্র।
তিনি বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ। যেকোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্তে। আর সেই মুক্তির সংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে, এই হলো এবারের বুদ্ধিজীবী দিবসের প্রত্যয় এবারের শপথ।