স্টাফ রিপোর্টার:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জাসদ মানিকগঞ্জ জেলা কমিটি। বুধবার দুপুর ১২টায় জাসদ জেলা কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি অ্যডভোকেট মো. শরীফ, জাতীয় যুব জোটের জেলা কমিটির সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর, সহ-সভাপতি কামরুল হাস সুমন, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান খান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, নারী জোটের সদস্য জেবুন নেসা প্রমুখ। বক্তারা বলেন, মহাজোট সরকার স্বাধীনতার পক্ষের সরকার। দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মহাজোটের শরীক দল হিসেবে এই উন্নয়নে জাসদের অংশ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের জোটকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তারা।