রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সোমবার (২০ ডিসেম্বর) টুইটারে জানিয়েছেন, তিনি এ বছর ৯৬ হাজার কোটি টাকারও বেশি (১১ বিলিয়ন ডলারেরও বেশি) ট্যাক্স দেবেন।
প্রসঙ্গত, এ বছর টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইলন মাস্ক। তার এই স্বীকৃতির পরই
টুইটারে ইলন মাস্ককে ইঙ্গিত করে তীর্যক টুইট করেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। ওই টুইটে ওয়ারেন বলেন, মাস্কের কর দেওয়া উচিত।
এরই প্রতিক্রিয়ায় পাল্টা টুইটে মাস্ক বলেছেন, ‘তিনি এ বছর ইতিহাসে যেকোনো আমেরিকান থেকে বেশি কর দেবেন।’ ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারদের তালিকা অনুসারে, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তাঁর সম্পদমূল্য ২৪৪.২ বিলিয়ন ডলার। টেসলার বৈদ্যুতিক গাড়ি দিয়ে সারা বিশ্বে সাড়া ফেলার পাশাপাশি স্পেসএক্সের রকেটগুলো একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এমনকি চলতি বছর ইতিহাসে প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় স্পেসএক্স।