1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

বড়দিনে শিবালয়ে পুলিশের বিশেষ উপহার সামগ্রী প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

প্রতিনিধি, শিবালয়
খ্রিষ্ট সম্প্রদায়ের বৃহত ধর্মীয় উৎসব বড় দিন পালন উপলক্ষে শিবালয়ের বিভিন্ন ব্যাপ্টিস্ট চার্চ ও লোকজনের মাঝে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ বিশেষ ভাবে তৈরী কেক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

শনিবার পুলিশের ঢাকা রেঞ্চ ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের পক্ষে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির উপজেলার উথলী ব্যাপ্টিস্ট চার্চ ও সাধ্বী এঞ্জেলা স্কুলের ফাদার চঞ্চল পেরেরার হাতে উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদ শহিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিশ্বের সকল জাতি-ধর্মের মঙ্গল ও শান্তি কামনায় খ্রিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিনে উথলী ব্যাপ্টিস্ট চার্চ ও সাধ্বী এঞ্জেলা স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। ফাদার চঞ্চল পেরেরা এতে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন। এছাড়া, উপজেলার ধূসর গ্রামে খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন পৃথকভাবে এ ধর্মীয় উৎসব পালন করে। যার মধ্যে ছিল খ্রিষ্টমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, উপহার সামগ্রী বিতরণ ও সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury