ফাইল ফটো
আমার নিউজ ডেক্স,
করোনার টিকার বুস্টার ডোজ নিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে অবস্থিত টিকাদান কেন্দ্র থেকে তিনি ফাইজারের এই টিকা গ্রহণ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রী কে এম খালিদ টিকার বুস্টার ডোজ গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। প্রতিমন্ত্রী বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর দুপুরে মহাখালীর বিসিপিএস প্রতিষ্ঠানে টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। ওই দিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টিকার বুস্টার ডোজ নেন।