এস এম আকরাম হোসেন :
সমাবেশকে কেন্দ্র করে মানিকগঞ্জে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আগামীকাল সমাবেশের আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। সরকারি হাইস্কুল মাঠে কয়েকদিন যাবৎ মঞ্চ তৈরির কাজ চলছে । সমাবেশের সার্বিক বিষয়ে খোজ নিতে সরজমিনে গত রবিবার ও সোমবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা পরিদর্শন করছেন। ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর,যুগ্ম সাধারন সম্পাদক সত্যেন কান্তি পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম গোলাম আবেদীন কাইসার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ, এ্যাড: আরিফ হোসেন লিটন, জিএম রফি অপু, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজিব, সাধারন সম্পাদক নূসরাত উল ইসলাম জ্যাকী সহ অন্যান্যরা।
এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে । সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন বলে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা জানান। তিনি আরো বলেন, প্রায় ৩১ বছর পর বিধি মোতাবেক কাউন্সিলের মাধ্যমে বিএনপির জেলা কমিটি গঠিত হয়েছে। এছাড়া কয়েকদিন আগে জেলা যুবদল, জেলা মহিলা দলের কমিটিও হয়েছে। এখন জেলা বিএনপি আগের চেয়ে অনেক সংগঠিত ও শক্তিশালী। আগামীকালের সমাবেশই প্রমান করবে মামলা হামলা করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।আবার আগের অবস্থানে ফিরে আসবে বিএনপি। মানিকগঞ্জে মাটি বিএনপির ঘাটি হয়েই থাকবে।