এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া পরিষদের পক্ষ থেকে খেলাধূলার সামগ্রী হস্তান্তর করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। মঙ্গলবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিম সংসদ সদস্যের হাত থেকে গ্রহন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক গীরেন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।