1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ সিংগাইরে সিসিডিবি’র উদ্যোগে কম্বল বিতরণ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে শক্তিশালী মানিকগঞ্জে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম-ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হামলা-অগ্নিসংযোগ-ভাংচুর মামলায় আওয়ামী ১০ নেতা কারাগারে সিংগাইর প্রেসক্লাব নির্বাচনে  ৫ই আগষ্ট কিন্তু ১৫দিনে বা একমাসে আসে নাই-মানিকগঞ্জে আহমেদ আযম খান মানিকগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

এক যুগ ভেবে জয়াতে ভরসা সুমনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সুমন মুখার্জি। ২০০৮ সালে পরিকল্পনা শুরু করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের। বড় বাজেট, দক্ষ অভিনয়শিল্পী—এসব জটিলতা কাটিয়ে উঠতে কেটে গেছে দীর্ঘ এক যুগের বেশি সময়। অবশেষে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আর এর প্রধান নারী চরিত্রের জন্য ভরসা করেছেন জয়া আহসানের উপর।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সুমন মুখার্জি বলেন—‘এই চলচ্চিত্রের জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। এক. দক্ষ অভিনেতা। দুই. বড় বাজেট। এখন ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি বিপণনের দিকটাও মাথায় রাখতে হয়। জয়া, আবীর, পরম সেই ব্যালেন্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। চলচ্চিত্রটির শুটিং শিডিউল ২৫ দিনের; যা বাংলা চলচ্চিত্রে এখন দেখা যায় না।’

সুমন মুখার্জির বাবা অরুণ মুখার্জি ‘পুতুলনাচের ইতিকথা’ মঞ্চস্থ করেছিলেন। সেই নাট্যরূপ সুমনের এই চলচ্চিত্র নির্মাণের প্রথম অনুপ্রেরণা। চলচ্চিত্রের গল্পে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন। তিরিশের দশকের শেষ থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। বিষয়টি স্মরণ করে সুমন মুখার্জি বলেন, ‘মূল উপন্যাসে সময়টা আরো পেছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু চলচ্চিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’

চলচ্চিত্রটিতে উপন্যাসের শশী চরিত্রে দেখা যাবে আবীর চ্যাটার্জিকে। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত। চলচ্চিত্রটিতে শশীর অংশ বেশি গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে সুমন বলেন, ‘আমার মতে, মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury