আমার নিউজ ডেক্স,
বিশ্বে ৭০ ভাগ মানুষ করোনার টিকা পেলেই এবছর শেষ হতে পারে করোনা মহামারি। এমন দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস। শুক্রবার সাউথ আফ্রিকা সফরে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
এসময় সাউথ আফ্রিকার করোনা টিকা তৈরির চেষ্টা আফ্রিকা মহাদেশে অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য সহায়তা করছে বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
এদিকে, বিশ্বে একদিনে ২৩ লাখ ১৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১০ হাজার ৯২৭ মানুষের।
এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ কোটি ৮৭ লাখের বেশি।
২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। সর্বোচ্চ ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
হংকংয়ে একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৫ জন রোগী। যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ।