এস এম আকরাম হোসেন :
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফ্রিমেডিকেল ক্যাম্প, চিত্রান্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদ্দীন।
আজ ১৯ মার্চ শনিবার জেলা যুবলীগের আয়াজনে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী , জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল হক খান খালেদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগ নেতা ফিরোজ আলম খান, সফিকুল ইসলাম সোহাগ, সুবল সাহা, সৌমিত্র সরকার মনা, মনিরুল ইসলাম মনি, যুবলীগ নেত্রী সোহেলী রহমান সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান সাজ্জাদ হোসেন, ২য় স্থান রাফায়েত ইসলাম জরিপ, ৩য় স্থান ফারহানা সীন, ৪র্থ স্থান প্রিয়া আক্তার, ৫ম স্থান সিয়াম মোল্লা। চিত্রাংন্কন প্রতিযোগিতা খ বিভাগ: ১ম স্থান আতিকা উলফাত, ২য় স্থান সামিন আহনাফ তুলতুল ও ৩ য় স্থান সামিরা সায়রা ছোহা। গ বিভাগ: ১ম স্থান আয়েশা আজাদ, ২য় স্থান আশিফা আক্তার, ৩য় স্থান শাওলিনা আক্তার।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এরআগে সকালে জেলা যুবলীগের আয়োজনে শহরের সাবিস মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তদান করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সহধর্মিনী, লক্ষী চ্যাটার্জী সহ অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুল মজিদ ফটো, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা সহ অন্যান্য যুবলীগের নেতাকর্মীরা ।