স্টাফ রপোর্টার:
প্রায় চার ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সোমবার (২৮ মার্চ) সারা দেশে আধাবেলা হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।
হরতাল সফল করতে সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে, ব্যানার-পোস্টারে অগ্নিসংযোগ করে সড়কে ব্যারিকেড তৈরি করেন। এক পর্যায়ে শাহবাগ মোড়ের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিলে প্রচণ্ড যানজট হয়।
অবরোধকালে শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেন। প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নেওয়ার পর সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল শুরু হয়।
অবরোধ তুলে নেওয়ার পর বেলা পৌনে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান।
প্রসঙ্গত, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সোমবার সারা দেশে আধা বেলা হরতাল কর্মসুচি আহ্বান করে বাম গণতান্ত্রিক জোট।