এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের বারইল এলাকায় মক্কা- মদিনা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ধোধন করা হয়েছে। বুধবার সন্ধায় মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন।
মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো: আজাহারুল ইসলাম আজাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম হোসেন, নবগ্রাম ইউপি চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস, জমিদাতা ও সমাজসেবক মাো: ইব্রাহীম,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক রুবেল প্রমুখ।
প্রধান অতিথি মোঃ ইসরাফিল হোসেন বলেন, আল্লাহর ঘর মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করতে পেরে আমি সৌভাগ্য মনে করছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে এই মসজিদের মাটি ভরাটের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। এই মসজিদের নির্মানের জন্য আরো সহযোগিতা করা হবে।