শুভংকর পোদ্দার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। বুধবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা এবং সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল আজ। উল্লেখ্য, ২০০৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে এস এম আব্দুল মান্নান মহাজোটের ব্যানারে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে পরাজিত করে এ আসনে সংসদ সদস্য হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও সাবমিট না করায় মানিকগঞ্জ ২ আসনে বিনা-প্রতিদ্বন্দীতায় আওয়ামীলীগ এর প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম সংসদ সদস্য হন। এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি। এসময় মনোনয়ন জমা দেওয়ার সময় জাতীয় পার্টির অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।