স্টাফ রিপোর্টার
র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচীর আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। র্যালিটি বাসন্ট্যান্ড সড়ক হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয় এবং জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলীর পারিচালনায় এই আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রোজিনা খাতুন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডি’র চেয়ারম্যান আব্দুস সাত্তার, বেসরকারী সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, সুইড বাংলাদেশ পরিচালিত মানিকগঞ্জের প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শারমীন সুলতানা লুনা প্রমুখ। প্রধান অতিথি এস এম ফেরদৌস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাও কাজ করছে। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়। তারাও দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষের উচিৎ তাদের প্রতি মানবিক আচরণ করা। অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা হুইল চেয়ার নিয়ে প্রবেশ করতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। এছাড়া বিভিন্ন যানবাহনে যাতে তারা যাতায়াত করতে পারে সেদিকে সেব্যাপারে পরিবহনের মালিক ও চালক-সহযোগিদের আন্তরিক হওয়ার আহবান করেন। আলোচনা শেষে জেলার বিভিন্ন উপজেলার ১২২ জন প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করে মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র । পরে প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাক ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেন।