মোঃ জাকারিয়া হোসেন, শিবালয়ঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগ নেতা অনিক আহমেদ নিজ অর্থায়নে শিবালয় নতুনপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও মসজিদে ইফতার করতে আসা মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ১০০ জন মানুষের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়। বৃষ্টিতে ভিজে ইফতার বিতরণ করতে দেখা যায় এই ছাত্রনেতাকে।
এ বিষয়ে অনিক বলেন, মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ. এম. নাঈমুর রহমান দুর্জয় ভাইয়ের নির্দেশে আমি মাদ্রাসার ছাত্র ও মসজিদে ইফতার করতে আসা মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। এছাড়াও আমার মানুষের জন্য কাজ করতে ভাল লাগে। আমি ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত আছি।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া বলেন, অনিকের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। পবিত্র মাহে রমজানে এমন একটি উদ্যোগ সামর্থ্যবান সবারই নেওয়া উচিত। আমি অনিককে ধন্যবাদ জানাই ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের সামর্থ্য মত মানুষের পাশে থাকতে আহবান করি।
এসময় সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন, ছাত্রলীগ নেতা তাফসির খান উপস্থিত ছিলেন।