দেওয়ান সাদমান শাওন:
মানিকগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৩ শে এপ্রিল ২০২২ মানিকগঞ্জে ডায়মন্ড কনভেনশন সেন্টারে জেলা জাসদের “যৌথ প্রতিনিধি সভার” আয়োজন করা হয়।জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আসলাম খান বাবুর সঞ্চালনায় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব শওকত রায়হান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম,জেলা জাসদের সহ-সভাপতি মোসলেম উদ্দিন খান, সাবেক সাধারন সম্পাদক এ্যাড: নজরুল ইসলাম বাদশা, জেলা জাসদের নারী বিষয়ক সদস্য শিউলী আক্তার, জাসদের দৌলতপুর উপজেলার সভাপতি এ্যাড: শরীফ, জাসদের শিবালয় উপজেলার সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ হোসেন, জাসদের হরিরামপুর উপজেলার সভাপতি মো: রফিক মাস্টার, জাসদের সাটুরিয়ার সাধারণ সম্পাদক বদিয়ার হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মেদ, জাসদের সিংগাইর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান তারা মিয়া, জাসদের ঘিওর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারন সম্পাদক আরাফাত ময়না, জাসদের সদর উপজেলার সভাপতি সালাম আহম্মেদ, সাধারন সম্পাদক ইকবাল খান, জেলা জাতীয় যুবজোটের সভাপতি প্রফেসর আমিনুর ইসলাম কহিনূর, সাধারন সম্পাদক সোলায়মান খান সহ জেলা জাসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে জাসদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে তৃণমূলকে কীভাবে আরও শক্তিশালী করে তোলা যায় এই বিষয়ে নানা দাবি তুলে ধরা হয়।এছাড়া তারা ১৪ দল থেকে বের হয়ে যাওয়ার হুশিয়ারি দেন।