এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে জেলা বিএনপির কার্যকরী কমিটির বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৩ এপ্রিল বিকালে মুন্নু সিটিতে জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য রোখসানা খানম মিতু, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ জামিলুর রশিদ খান, সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, আ.ত.ম জহির আলম খান লোদী, এ্যাড: আতাউর রহমান ভূইয়া ফরিদ, বশির উদ্দিন ডান্ডু,আলেয়া রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক এ্যাড: আ.ফ.ম নুরতাজ আলম বাহার,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম রফি অপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: জিয়াউর রহমান, শিশু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান দোলন, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিহা হাবিব, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সভাপতি সজিব, সাধারন সম্পাদক নূওশাদ উল ইসলাম জ্যাকী সহ জেলা বিএনপির,উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় বর্ধিত সভাটি জেলা শহরে করা সম্ভব হয়নি। বিএনপির সভাপতির বাড়ির আঙিনায় সভা করতে হয়েছে। এই অবস্থার উত্তরণ ঘটাতে ন্যায্য অধিকার আদায় এবং জনগনের আশা আাকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে আন্দোলনে নামতে হবে। আন্দোলনের বিকল্প নেই। দলকে আরও সংগঠিত করতে হবে। ব্যক্তিগত চাওয়া পাওয়া ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে।
এরপর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।