মোঃ জাকারিয়া হোসেন, শিবালয়ঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সকল নেতৃবৃন্দের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) আরিচা ফুড জোন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৭৫’ পরবর্তী সময় থেকে এ পর্যন্ত যারা শিবালয় উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা ছাত্রলীগের সাবেক সকল নেতৃবৃন্দ। এছাড়াও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ছাত্রলীগের ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
এ বিষয়ে শিবালয় উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বলেন, ৭৫’ পরবর্তী সময় থেকে এ পর্যন্ত শিবালয় উপজেলা ছাত্রলীগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সাথে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন প্রতি বছর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।