মো: আরিফ হোসেন
মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বুধবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ২৮তম এই মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮ উদযাপন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার সদস্য সচিব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার তোবারক হোসেন লুডু, বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু, বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক সদস্য-সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান হযরত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক কাজী এনায়েত হাসান টিপু, সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নীনা রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। ১৫ দিন ব্যাপী এই বিজয় মেলায় দুই শতাধিক বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি বিজয় মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসকে স্মরণ করে ১৯৯১ সাল থেকে এই বিজয় মেলা হয়েছে আসছে। প্রতি বছর ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেলা উদযাপন কমিটি এবারের মেলা ৫ থেকে ২০ ডিসেম্বর নির্ধারণ করেছে।