এস এম আকরাম হোসেন :
পবিত্র ঈদ-উল-ফিতর/২০২২ উপলক্ষে শিবালয় এলাকায় পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
আজ সোমবার ২৫ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের স্বাভাবিক ও নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়ার প্রত্যয়ে যানজট নিরসনের লক্ষ্যে পাটুরিয়া ঘাটস্থ “পদ্মা রিভারভিউ ”এর হল রুমে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সর্বসাধারণের নিরাপদ যাত্রা সম্পর্কিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৪ এর লে: ক: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অপু মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, শিবালয় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান জানু, শিবালয় উপজেলা চেয়ারম্যান মো: জাহিদুর রহমান, আরিচা পাওয়ার গ্রীড কো: লি: নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, বিআইডব্লিউটিসির উপ মহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেয়াজ, বিআইডব্লিটিএর আরিচা বন্দর কর্মকর্তা শাহ আলম সহ স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ ঢাকা- আরিচা মহাসড়কের বিভিন্ন সংযোগ মোড়সহ পাটুরিয়া ফেরিঘাট,আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।