স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামাত যখনই ক্ষমতায় এসেছে তারা সাংবাদিকদের ওপর অত্যাচার করেছে বলে মন্তব্য করে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলছেন, ‘সঠিক ইতিহাস তুলে ধরলে এ দেশের জনগণ বিএনপি-জামাতকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। শুক্রবার (১৩ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আয়োজনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। নিখিল বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে অসংখ্য সাংবাদিককে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। এই করোনার সময় কোনো বিএনপি-জামাত নেতা সাংবাদিকদের পাশে দাঁড়ায় নি, তাদের খোঁজ খবর রাখে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকসহ পুলিশ, প্রশাসন, চাকুরিজীবী সবার পাশেই ছিলেন। তাদেরকে নানাভাবে সহায়তা করেছেন। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাদের মতো বুদ্ধিজীবীরাই নানাভাবে বঙ্গবন্ধু পরিবারের সাথে খুনী জিয়া পরিবারের তুলনা করে থাকেন। বঙ্গবন্ধুর পাশে খুনী জিয়াকে বসানো যেমন অসম্ভব, তেমনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে খালেদা জিয়াকে বসানো বেমানান, অর্থহীন। আবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পাশে তারেক জিয়াকে মিলানোও বোকামি। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মুহা. বদিউল আলম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, যুগ্ম-সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান প্রমুখ।