এস এম আকরাম হোসেন ঃ
এ্যাডঃআবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং মো. আবুল বাশারকে সম্পাদক করে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তিন বছর মেয়াদী জেলা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল(২৩ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহু এবং সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আজ (২৪ মে) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০০৩ সালে শাহ্ লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি এবং হাবিবুর রহমান সেন্টুকে সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়। এই কমিটির পর দীর্ঘ ১৯ বছর পর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি পেল।
নতুন এই কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাতে শুরু করেছে আওয়ামী এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এবিষয়ে নব্য গঠিত মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার বলেন, সেবা, শান্তি, প্রগতি- স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি আমরা নতুন এই কমিটি তা বাস্তবায়ন করব। জেলাতে ছাত্রলীগ করে আসা সক্রিয় অনেক ভাইটাল নেতাকর্মী যারা এই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে। এতে করে জেলার রাজনীতি আরো বেশি প্রাণবন্ত হবে। আমরা সকলে মিলে স্থানীয় রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করতে পারব।