এস এম আকরাম হোসেন:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক খান তুষার নির্বাচিত হওয়ায় সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীদের উদযাপন পরিষদের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকালে পশ্চিম দাশড়া তুষার এন্টার প্রাইজে সরকারি দেবেন্দ্র কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীদের উদযাপন পরিষদ এই সংবর্ধণা আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজ প্রাক্তণ শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক খান তুষার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজ প্রাক্তণ শিক্ষক- শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহিদুজ্জামান শাহিদ, স্মরণিকা সম্পাদক শাহীনুর রহমান, যুগ্ম আহবায়ক মো: নবনুর রহমান, সালেহ ইসলাম বিপ্লব, মোহাম্মদ আব্দুল আলিম, সাংস্কৃতিক উপ-পরিষদের প্রধান ও উদযাপন পরিষদের নির্বাহী সদস্য শাহীনা আখতার রুনু,আপ্যায়ন উপ-পরিষদের প্রধান ও উদযাপন পরিষদের নির্বাহী সদস্য মো: জাকির হোসেন জাকির, শোভাযাত্রা উপ-পরিষদের প্রধান মো: নুরে আলম সিদ্দিক, চিকিৎসা উপ-পরিষদের প্রধান ডা: নরেশ রায়, সম্পাদনা পরিষদের প্রধান রোজিনা মাহমুদ রোজী, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য মাসুমা আক্তার, প্রচার ও গণ মাধ্যম বিষয়ক উপ-পরিষদের প্রধান ও উদযাপন পরিষদের নির্বাহী সদস্য মো: আকরাম হোসেন,
উপযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রউফ, মো: মোবারক হোসেন, মো: আলামিন হোসেন খান, সুরুজ খান, শোভাযাত্রা উপ-পরিষদের সদস্য মো: সোহেল রানা, উপহার সামগ্রী ব্যবস্থাপনা উপ-পরিষদের সদস্য আলপনা রাণী দাস, সোহেলী আজাদ, সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন, সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য আরিফা সুলতানা কল্পনা, নিবন্ধন উপ-পরিষদের সদস্য মো: শাহ আলম, প্রচার ও গণ মাধ্যম উপ-পরিষদের সদস্য মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক উপ-পরিষদের সদস্য শফিকা সুলতানা, মাহবুবুল হক সুমন, শাহানাজ পলী প্রমুখ।
পরে নবনির্বাচিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড:আবু বক্কর ছিদ্দিক খান তুষারকে রাষ্ট্রবিজ্ঞান উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মান্মনা ক্রেস্ট দেওয়া হয়।
নবনির্বাচিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক খান তুষার বলেন, আমার রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পূর্ন আলাদা। এখানে আমরা সকলে রাষ্ট্রবিজ্ঞানের ভাই বোন। বাহিরে আমার রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতকে শক্তিশালী করতে দলের একজন কর্মী হয়ে কাজ করতে চাই। আগামীদিনেও সকলকে সাথে নিয়ে ভালোভাবে মিলেমিশে পথ চলতে পারি সকলের সহযোগিতা কামনা করেন।