মানিকগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ রবিবার ২৯ মে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে থেকে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল শাখার আহবায়ক সিরাজুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সাকিব খান অয়নের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হিরা,যুগ্ম আহবায়ক রাগিব নূর আবীর সহ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের আরো শতাধিক নেতাকর্মী।