1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

ভারতের জন্য বিশ্বকাপ জিততে চাই: পান্ডিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৩৫ বার দেখা হয়েছে

অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল শিরোপা জিতে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার একমাত্র লক্ষ্যের কথা জানালেন, ভারতের জন্য বিশ্বকাপ জিততে চান।গত মৌসুম পান্ডিয়ার জন্য ছিল ইনজুরি জর্জর। এবার তার স্মরণীয় প্রত্যাবর্তন হলো নতুন দল গুজরাটের সঙ্গে। রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় নেন ৩ উইকেট এবং করেন ৩০ বলে ৩৪ রান। আহমেদাবাদে ট্রফি উৎসব শেষে এই অলরাউন্ডার বললেন, এরপর দেশের জন্য ট্রফি ফেরাতে তার সবকিছু দিবেন।পান্ডিয়া বলেছেন, ‘যাই ঘটুক না কেন অবশ্যই ভারতের জন্য বিশ্বকাপ জিততে চাই। আমার যা আছে আমি সবটুকু দিবো এজন্য। দলকে সবসময় আগে রাখার মানসিকতা ছিল। আমার জন্য লক্ষ্য সহজ: আমার দল যেন সেরাটা পায় সেটা নিশ্চিত করা। বিশ্ব ইভেন্টের চেয়ে আইপিএলের নকআউটে পান্ডিয়ার প্রাপ্তি ভালো। শেষ তিনটি আইসিসি সাদা বলের টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে ভালো অবদান রাখলেও তিনবারই ট্রফি হাতে নিতে ব্যর্থ হয়েছিল ভারত। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার শেষ ওভার বীরত্বে বাংলাদেশকে হারায় দল, কিন্তু সেমিফাইনালে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে পাকিস্তানের ৩৩৮ রান তাড়া করতে গিয়ে ভারতের ১৫৮ রানের মধ্যে একার লড়াইয়ে ৭৬ রান করেছিলেন পান্ডিয়া। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার উদ্ধার প্রচেষ্টাও ব্যর্থ হয়। হার মানতে নারাজ পান্ডিয়া, আবার লক্ষ্য পূরণের স্বপ্ন তার চোখে, ‘ভারতের জন্য খেলা সবসময় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, কয়টি ম্যাচ খেলেছি তা ব্যাপার না। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। আমি যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা শুধু ভারতীয় দলের দৃষ্টিকোণ থেকে। স্বল্প মেয়াদী, দীর্ঘ মেয়াদী, আমি বিশ্বকাপ জিততে চাই, যাই ঘটুক না কেন। কিন্তু আইপিএলে তিনি যে দলের সঙ্গে প্লে অফে উঠেছেন, শিরোপা জিতেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চারবার, এবার গুজরাটকে নেতৃত্ব দিয়ে জিতলেন ট্রফি। পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেও এবারেরটা তার কাছে বিশেষ কিছু, ‘অবশ্যই এটা হতে যাচ্ছে একটু বিশেষ কারণ আমি অধিনায়ক হিসেবে জিতলাম।’ পরে তিনি যোগ করলেন, ‘যে চারটি আগে জিতেছিলাম সেগুলোও সমান বিশেষ কিছু। আইপিএল জেতা সবসময় বিশেষ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে পাঁচটি ফাইনাল খেলে চারবার ট্রফি পেয়েছি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury