দেওয়ান সাদমান শাওনঃ
১৩৮ বছরের ঐতিহ্য নিয়ে মানিকগঞ্জের বুকে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ের রয়েছে শত বছরের ঐতিহ্যে গাথা একটি মাঠ।মাঠটি এতোদিন নামে মাত্র ছিল স্কুলটির।সারাবছর সরকারি,রাজনৈতিক প্রোগ্রাম সহ মেলা লেগেই থাকে মাঠটিতে।মাঠটিতে খেলাধুলার সু্যোগ পায় না স্কুলের শিক্ষার্থীরা।তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজয় মেলা।প্রতি বছর ডিসেম্বর মাসে এই মাঠটিতে অনুষ্ঠিত হয় মাসব্যাপী বিজয় মেলা।সেই থেকে মানুষের মুখে মুখে প্রচোলন হয় বিজয় মেলার মাঠ।বর্তমানে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেলা পুলিশের আয়োজনে “মাসব্যাপী লোকজ ও শিল্প-পণ্য মেলা”। সেখানে বিভিন্ন জায়গায় মেলার স্থানের জায়গায় লেখা হয়েছে বিজয় মেলার মাঠ।এমনকি জেলা পুলিশের ফেইসবুক পেইজেও লেখা হয়েছে মেলাটি মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে।এই দেখে প্রতিবাদে ফেপে উঠে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা।তারা নিজেদের ফেইসবুক আইডি সহ বিভিন্ন গ্রুপে বিজয় মেলার মাঠ এর পরিবর্তে এর আসল নাম “মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ” লেখার দাবি জানায়। এবং যেখানেই বিজয় মেলার মাঠ লেখা হচ্ছে সেখানেই প্রতিবাদ করছে।তারা বার বার মাঠের নাম সংশোধন করে সবাইকে “মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ” লেখার দাবি জানাচ্ছে।