হাসান শিকদার,মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের বিভিন্ন নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী, বাচামারা, বাঘুটিয়ার পারুরিয়া বাজার, তেওতার আলোকদিয়া, নেহালপুর, আরিচা এলাকার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। নদীভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম নাঈমুর রহমান দুর্জয় সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ জানান, ইতিমধ্যে মানিকগঞ্জের বাচামারা এলাকার নদী শাষনের কার্যক্রম প্রায় শেষের দিকে।