মোঃ মহিদ:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (৪ জুন) দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সহীদ রফিক চোত্তরে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদদীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফোটোসহ আরো অনেকে। সভাপতি তার বক্তব্যে বলেন, ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে তারা স্পষ্ট বুঝিয়েছে তারাই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী। তাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১-এর হাতিয়ার গর্জে উঠেই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন দেশে আবারও প্রধানমন্ত্রীকে হুমকি যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। এসময় সমাবেশে পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হোদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল,কাজী এনায়েত হোসেন টিপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজেদুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেন, সাধারন সম্পাদক আসিফ হোসেন শিশির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, সাধারন সম্পাদক অহেদুল ইসলাম সজল সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।