মোঃ মহিদ:
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার। শনিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম(বার) এর হাত থেকে তিনি সম্মননা পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন। মানিকগঞ্জ থানায় নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং সেবায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মামনা পুরস্কার দেওয়া হয়। সম্মাননা পুরস্কার প্রাপ্ত মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনজার্জ মোঃ আঃ রউফ সরকার বলেন, আমি মানিকগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম(বার) মহোদয় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মানিকগঞ্জ সহ মানিকগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও মানিকগঞ্জ বাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।