মোঃ মহিদ:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (০৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়াজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রফেসর বাসুদেব সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান (প্রশাসন), জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নূর আলম, মানিকগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেনের উপ-ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, পরিবেশবাদী সংগঠন বারসিকের প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাস সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আসাদুজ্জামান রুমেল, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।