মোঃ আল-আমিনঃ
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মানিকগঞ্জের সর্বস্তরের তাওহিদী জনতা।
আজ শনিবার (১১জুন) সকালে বিক্ষোভ মিছিলটি শহীদ রফিক চত্তর থেকে শুরু করে বাস স্টান্ড ঘুরে আবার শহীদ রফিক চত্তরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সাম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শার্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল অবমাননাকর মন্তব্যের এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার আলেম উলামা মাওলানা আশিকুর রহমান সানোয়ার, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আ. আউয়াল, মাওলানা কারি মুরাদ হোসেন, হাফেজ মাওলানা আল-আমিন সাদী ও হাফেজ সুলাইমান ছাবিত।
সমাবেশে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যে মুসলিম জাতি মেনে নিতে পারে না এবং মানবেনও না। বক্তারা মহানবীকে নিয়ে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।