দীপক সূত্রধর:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক।
আজ ১২ জুন রবিবার বিকেলে জাগীর গাড়াকুল উসমানিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে মানিকগঞ্জ তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) খুরশীদা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আজাদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন, গাড়াকুল উসমানিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল জাকিরুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক বলেন,দেশে শতভাগ বিদুৎ হয়েছে,একজন প্রসূতি মায়ের চিকিৎসা দেবার জন্য কমিনিউটি ক্লিনিক রয়েছে,দেশের উন্নয়নের জন্য ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়নের চেয়ারম্যান সকলে চেষ্টা করছি কিভাবে মানুষকে সেবা দেওয়া যায়। তিনি আরও বলেন দেশে পরিবর্তন হয়েছে, করোনার সময় নিজের সন্তান বাবা মা কে ছেড়ে চলে গিয়েছেন কিন্ত সরকার আপনার পাশে এগিয়ে এসেছে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়নে সরকার বিনামূল্যে নানামুখী প্রশিক্ষণ সহ কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। আপনাদের নানা সেবা দেওয়ার তথ্য দিতে এই তথ্য আপা কাজ করছে।