নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি ওয়াদা চাই, আপনারা ভোট দিবেন। এসময় তিনি বলেন, মানিকগঞ্জে অনেক মানিক আছে। তার মধ্যে আমি তিন মানিক- ক্রিকেট তারকা নাঈমুর রহমান দুর্জয়, কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জাহিদ মালেককে কুড়িয়ে নিয়েছি। নৌকা মার্কায় তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বলেন, আমিও ওয়াদা দিচ্ছি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদককে কোনো রকম প্রশ্রয় দেয়া হবে না। আমরা জঙ্গীবাদ বন্ধ করেছি। এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে। মাদকের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আমরা উন্নয়নের যে যাত্রা শুরু করেছি তা যেনো থেমে না যায়। যারা লুটপাট করে, অর্থ আত্মসাৎ করে, যারা এদেশের সম্ম¥ান নষ্ট করে তারা কেউ যেনো ভোট না পায়। নৌকা দেবে উন্নয়ন, নৌকা করবে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। আওয়ামীলীগ আবার ক্ষমতায় এলে মানিকগঞ্জ একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও বিশেষ ইকোনমিক জোন করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।