মোঃ শফি আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন মানিকগঞ্জের মোজাম্মেল হোসেন মোল্লা।
আজ বুধবার স্থানীয় বিকেল পাঁচ টা হতে শুরু হয়ে ইতালীর রোমের একটি হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, এনটিভি ইউরোপের ইতালী প্রতিনিধি মোঃ আফজাল হোসেন রোমান ও বিভিন্ন দেশ হতে আগত এনটিভির সংবাদকর্মী বৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোজাম্মেল হোসেন মোল্লা বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের উপদেষ্টা,শতরুপা ফাউন্ডেশন এর স্থায়ী দাতা সদস্য,মানিকগঞ্জ শিবালয়- ১৮৫০ গ্রুপের উপদেষ্টা। তিনি দীর্ঘদিন যাবত ইতালীর বিভিন্ন কমি্উনিটির কল্যান মূলক কাজ করে যাচ্ছেন। তিনি ইতালীস্থ বাংলাদেশ সমিতির ১ম যুগ্ম সাধারন সম্পাদক। মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সন্মানিত সদস্য। তার পৈতৃক বাড়ি মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনাবাদ গ্রামে। বর্তমান মানিকগঞ্জ জেলা শহরে বসবাস করেন।
তিনি মানিকগঞ্জের দরিদ্র অসহায় ব্যাক্তি, বিভিন্ন জনকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সহায়তা করে আসছেন। দেশে বিদেশে মানবিক কাজে দক্ষতার স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা প্রাপ্তিতে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জানান। এসময় মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, জনহিতকর কাজে নিজেকে আজীবন সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।