মানিকগঞ্জ প্রতিনিধি,
“বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে“ এই শ্লোগান নিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে ৩দিনব্যাপী জাতীয় ফল মেলা। আজ সকালে উপজেলা মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো: এনায়েত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। মেলায় ২০ প্রজাতীর দেশীয় ফল স্থান পায়। উপস্থিত কৃষকদের মাঝে এসময় ফলের চারা বিতরণ করা হয়।